ইচ্ছেমনে, মনপবনে - করি ওড়াউড়ি
দিয়ে নাটাই, তোমায় খাটাই- হয়ে প্রেমের ঘুড়ি ।।
উড়বো খুশি, নেচে আমি, স্বপ্ন নিজে গড়ে
সুতার বাধন, ভীষণ আপন. তোমার প্রেমের তরে ।
আমার পিছে তুমি ঘুরবে দুষ্ট পাগলী বুড়ি ।।
পালাতে চাব, উড়ে যাব, বাতাস ভালোবেসে-
দুরে যাওয়া দৃশ্য দেখে দেবে মুচকি হেসে !
আবার কাঁদবে এই বুঝি গেলরে - দুর ভুবনে উড়ি ।।
কাছা আসা, দুরে যাওয়া - এই খেলাতে মেতে
প্রেম বিরহে পবন বহে দুজনের পথে যেতে যেতে -
টানা পোড়নের সুতা নাটাই- মধুর ওড়াউড়ি ।।