গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।
কৃষ্ণ পাগল হইবরে আইজ যদি না পায় তারে
না জুড়াইলে মনের আগুন - বাঁচা যায় কেমনে ।
গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।
রাধিকা বড়ই পাষাণ, ফুল বনে রয় সারাক্ষণ
লয়না খোজ, কৃষ্ণ প্রাণ উতলা তার বিহনে ।
গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।
যদি থাকে মায়া মনে, রাধিকা যেন আসে গোপনে
নইলে কৃষ্ণ চইলা যাইবো দুই চোখ যায় যেখানে ।
গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।
( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )