ধুলো মাখা জীবন আমার-
ভালোবাসা চায়,
রাত বিরাতে জীবন কাটে-
রাজপথে, রাস্তায় ।।
ঘর নাই, টাকা নাই-
চাওয়া পাওয়াও কম,
তবু নিত্য হানা দেয়-
আমার কাছে যম !
মানুষ নামের পশু যারা-
বিপথে আমায় চালায় ।।
পথশিশু নাম শুনেই-
যারা নাক ছিটকে বেড়ায়,
তাদের কাছে প্রশ্ন আমার-
এসব কারা বানায় ?
আমিও চাই মানুষ হবো-
হাত বাড়াও মানবতায় ।।