ও সুন্দরী ফুলের কলি
পাপড়িগুলো খোলো,
ভালোবাসায় মেতে ওঠার
সময় বুঝি হলো ।।


লাজ লজ্জা এতো বেশি
এখনো রাখতে নাই,
যৌবন খানা ফুরিয়ে গেলে
অন্তর হবে ছাই ।
তৃষিত চাতকের প্রাণ বাঁচাতে-
মধু কুঞ্জ খোলো ।।


সময়ে আসো সাধন করি
আগামী দিনের সুখ,
অসময়ে মেলে না সই-
কৃষ্ণ প্রেমের মুখ ।
যমুনার জলে নামো তুমি
জোয়ার ফুরিয়ে গেলো ।।