একটু হাত বাড়িয়ে ,
আবার ফিরিয়ে নাও!
ও ললনা, বলোনা -
আসলে কি চাও ।।
যদি আমায় ভালোবাসো,
সাহস মনে রাখো,
মনের কথা মুখে তুমি -
দ্বিধাহীন বলে যাও ।।
আর যদি না পারো,
মিথ্যে অভিনয়টুকু ছাড়ো!
এমন আশা, ভালোবাসা -
স্বপ্ন জলে দাও ।।
দ্বিধা নিয়ে আর যাই হোক ভালোবাসা হয়না,
সন্দেহ মনে বন্ধুতা কেউ কখনো পায়না !
আস্থা ভরা বিশ্বাস প্রাণে,
প্রেমের তরী বাও ।।