নাচ, নাগিনী নাচ-
ও নাগিনী নাচ ।
দুধ ভাত সব এনেছি
ভেঙে ফেল লাজ।।
নাচ, নাগিনী নাচ-
ও নাগিনী নাচ ।।


আমার বীণের মধুর সুর
আজ রাতে মাতাল,
নাচরে তুই হেলেদুলে-
তালে মিলা তাল ।
দেখা সব অঙ্গেরও ঢঙ-
করিস না ফোঁসফাঁস ।।
নাচ, নাগিনী নাচ-
ও নাগিনী নাচ ।।


মনে জমা বিরহ বিষ
সব চুষে নে তুই,
সোনা রূপার গহনা দেব_
দে সাত মুলুকের ভুই ।
আমি সেথায় আসর বসাই-
করি প্রেমের চাষ ।।
নাচ, নাগিনী নাচ-
ও নাগিনী নাচ ।।