আমার মন বন পাখি - চাও কেন বারেবারে
যেতে উড়ে মোরে ছেড়ে বিচ্ছেদের সুর ডাকি !
আমার মন বন পাখি….


কতো শত কষ্ট সহি বেসেছিলাম ভালো
আজ কেন ভাসালে অথৈ জলে মোর আঁখি !
আমার মন বন পাখি….


হৃদয় পুড়ে আঙ্গার করি কি সুখ পেলে সখি
ভুলে গেলে স্মৃতিগুলো খুলে ফেলে রাখি !
আমার মন বন পাখি….


জানি একদিন বুঝবে তুমি কি যে ছিলাম আমি
ফিরে এলে পাবেনা সেদিন - এ অধম বলে রাখি !
আমার মন বন পাখি….


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )