মানুষ নিয়া ভাবো মন নিরালায়
কেন তুমি জন্ম নিলে
কাকে তুমি কিবা দিলে
কে তোমারে রাখবে মনে
যেদিন তুমি রবেনা ধরায়
মানুষ নিয়া ভাবো মন নিরালায় ।।
কোন কাজে সময় দিলে
কি করলে কি মিলে
যৌবনে মাত কোন রঙে
কোন ঢঙে নেবে বিদায়
মানুষ নিয়া ভাবো মন নিরালায় ।।
মানব প্রেম করে যে রে
মানুষের মনে রয় সে রে
প্রেমের উপর নাইরে কিছু
স্রষ্টা-সৃষ্টির জগৎ মেলায়
মানুষ নিয়া ভাবো মন নিরালায় ।।
( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )