মানব জীবন একখান নাও, দুইজন মাঝি
ছন্দে-দ্বন্দে চলছে সময় বয়ে নিরবধি ।।
জগৎ মোহে " লৌকিক মাঝি " দাড় টানে
ভালো - মন্দের হিসাব সে না মানে ,
ওলট পালট ভাবের সাথে ধরো যদি হাল
মানব জনম বরবাদ হবে জেনো চিরকাল ।
থাকতে সময় তাই বলি মন...
শক্ত করে হাল ধরো আজি ।।
মানব জীবন একখান নাও, দুইজন মাঝি ,
ছন্দে - দ্বন্দে চলছে সময় বয়ে নিরবধি ।।
বিবেক কাজী " দৈবিক মাঝি "
সঠিক ধারায় নাও বাইতে রাজী,
সত্য সুন্দর তার তালে মিলাও যদি তাল
মানব জনম স্বার্থক তবে জেনো চিরকাল ।
থাকতে সময় তাই বলি মন ...
শক্ত করে হাল ধরো আজি ।।
মানব জীবন একখান নাও, দুইজন মাঝি ,
ছন্দে - দ্বন্দে চলছে সময় বয়ে নিরবধি ।।