আজ নীশিতে মন উড়ছে, উড়ছে ঘুড়িরই মতন ,
লিখে দাও তোমার আকাশ আমায়- করি বিচরণ ।।


বাতাসে ভেসে ভেসে, নেঁচে নেঁচে গাইবো গান
সুর ঝংকারে তার রবে মেতে দুজনের প্রাণ ।
কভু শেষ হবে নাকো আমাদের সুখের ভ্রমন ।।


ভালোবাসার আকাশ ছোঁয়ার স্বপ্নে হবো বিভোর,
বিরহের আঁধার কাটিয়ে, তোমায় এনে দেবো ভোর,
সে আশায় ভ্রমরের মতন করে যাবো গুঞ্জণ ।।



( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )