জীবনের আকাশে-
কিছু মেঘ, কিছু রোদ্দুর!
হিসেবের খাতায়-
সুখ বা দুঃখের সমুদ্দুর ।।
কখনো আশা- পাখা মেলে,
কখনো হতাশা- পিছু টানে,
কখনো ভালোবাসায়- জ্বলমল,
কখনো বা বিরহে ভরপুর ।।
জীবনের আকাশে-
কিছু মেঘ, কিছু রোদ্দুর ।।
স্বপ্ন-দুঃস্বপ্নের পালা বদল,
চাওয়া-পাওয়ার অমিলের ধকল,
তবু চলে সামনে পথিক-
জীবনের পথ হোক- যত বন্ধুর ।।
জীবনের আকাশে-
কিছু মেঘ, কিছু রোদ্দুর ।।