পাহাড়ও ভাঙ্গিয়া নামে
অথৈ বানের ঢল।
আমারে কান্দাইয়ারে তুই
কী সুখ পাইলি বল।
বন্ধু, কী সুখ পাইলি বল।।


আমি না হয় ভাইসা গেলাম-
এক দুঃখের সাগরে,
তবু সুখে দেখতে চাই
তোরে জগতও মাঝারে।
তুই দুঃখে থাকলে আমার জীবন,  
দুঃখে থাকলে আমার চোখে
আসবে ব্যথার জল।
আমারে কান্দাইয়ারে তুই-
কী সুখ পাইলি বল।
বন্ধু, কী সুখ পাইলি বল।।


তোর সুখেই আমারই সুখ
বুঝলি না কেন তুই?
তোর দুঃখেই আমার অন্তর
ব্যথার মরু ভুই।
নিজের ভালো চাইয়ারে তুই
করলি প্রেমের ছল।
আমারে কান্দাইয়ারে তুই
কী সুখ পাইলি বল।
বন্ধু, কী সুখ পাইলি বল।।