জোসনা রাতে আজ লীলাবিলাসে-
সঁপে দিতে চাই এই মন,
ও রজনীগন্ধা তোমার লীলাকুঞ্জে -
ভালোবেসে করো আমায় নিমন্ত্রণ ।


তোমার মনের কুসুম কোণে, রাতে-
হৃদয় ভোমরার ধূপধুনা নিবেদন,
তোমার সকল সুধা বিলাও জোসনায়-
নৃত‌্যতালের আরতি করো গ্রহণ ।


জোসনা রাতে আজ লীলাবিলাসে-
সঁপে দিতে চাই এই মন,
ও রজনীগন্ধা তোমার লীলাকুঞ্জে -
ভালোবেসে করো আমায় নিমন্ত্রণ ।


জৈবিক-দৈবিক দ্বিধা ভুলে আজ-
প্রেম পিয়াসী- দুজনে প্রিয়জন,
কালের ক‌্যানভাসে সুখস্মৃতি আঁকি-
লীলাবতী, করো সমূহ সমর্পণ ।


জোসনা রাতে আজ লীলাবিলাসে-
সঁপে দিতে চাই এই মন,
ও রজনীগন্ধা তোমার লীলাকুঞ্জে -
ভালোবেসে করো আমায় নিমন্ত্রণ ।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )