আমার সুরের গানের পাখি,
দিয়েছে উড়াল,
ভালোবাসার সা রে গা মা ,
তারে শেখানোই হলো কাল।।


ভুলেছে সে আমার দেয়া সুর,
যেতে চায় একা উড়ে বহুদুর,
একেক সময় একেক সুরে-
ধরে একেক তাল ।।


আশা ছিলো মনের ভিতর,
আপন সুরে সাজাবো ঘর,
হলো এখন, মিছে স্বপন -
হারানো সুখের কাল ।।


মনের পাখি দুরে রেখে,
কাটে সময় ঘুমহীন চোখে,
জোড় ভাঙ্গার দু:খে ভেসে
সকরুণ মনের হাল ।।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )