জ্বলে জল জলেই চায়-
জলে যাবে মিশে,
রাধার বাধা লাজুক প্রথা-  
জ্বলে বিরহ বিষে ।।


জলকেলি জলজ বনে-
জলরঙ মন শিসে,
জ্বলে দিগুন জলের ধারা-
জ্বলন নিভে কিসে??


ঢেউ ঢেউ জলে খেলা-
হারিয়ে ফেলা দিশে,
চায় মন মাতুক জলে-  
মুখের জল্পনা মিছে!!