উথাল পাথাল জীবন নদী-
ছোট-বড় জলের ঢেউ!
তোরে ডাকি দয়াল মাঝি-
নাই যে আমার কেউ ।।


ভাঙ্গা দেহ তরী লইয়া
একলা একলা চরি,
তুই বাঁচাইলে বাঁচি, মওলা-
তুই মারলে মরি ।
প্রাণ বায়ুর কতো আয়ু
জানে না যে কেউ ।।


যেদিন তরী ডুবে যাবে
অতল দরিয়ায়,
সেদিন দয়াল মায়া করিস
শেষের জামানায় ।
তোর দয়া মায়া ছাড়া-
শান্তি পায় না কেউ ।।