হঠাৎ করিয়া গেলি চলিয়া
আমারে তুই ছাড়িয়া,
এখন শুনি কান্দ বসিয়া-
আঁচলে মুখ ঢাকিয়া।।


প্রেমের কালে কতো কইলাম
আমিই তোর আপনজন,
বুঝলি না তুই আমার কথা
ভাবলি মিথ্যা আয়োজন।
এখন আর কী লাভ হবেগো
পিছনের কথা ভাবিয়া।।


প্রেমের দাম যে জানে না
দুঃখ তার আজীবন,
সুখের আশা যায় যে বৃথা
দুই মনেরই মরণ।
আমারে ভুলিয়া যারে তুই,
আমি) কষ্ট যাবো সহিয়া।।