হেমন্ত রজনী-
বয় সুমন্দ সমীরণ
সখীর পরশে-
শিশিরে ভেজে মন ।।
নিশুতি বেলায়-
কবি মন কি চায়? কি চায়?
বোঝেনা, বোঝেনা কবিতা-
আহারে ! সখী মন ।।
দিপালী ক্ষণে-
তবু আছি বিরহ আঁধারে !
মিনতি সখী, প্রেমের প্রদীপে-
সাঁজাও মোর মন ।।
( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )