তোমায় কোথায় যেন দেখেছিলাম- ভুলে গেছি আজ,
তবু মনে আছে আকাঁ -তোমার নিখুঁত রাঁধার সাজ ।


হলুদিয়া পাখির বসন পরা- গাঁদা ফুল খোপায় গাঁথা,
একপলক দেখেই তোমায়- খুলে ছিলো প্রেমের পাতা !
মানবী নাকি দেবী ছিলে-
ভেবে, ভেবে হলো সাঁঝ ।।


কুসুম বনে আজও ফোটে গাঁদা - ভাসে স্বপ্নে সে মুখশ্রী,
আমার কুঞ্জে আসবে কি সে ক্ষণ- কুহু, কুহু রব ডাকি !
অপেক্ষার প্রদীপ নেভে আর জ্বলে-
উতলা মনের মাঝ ।।