ভালোবাসা শুরুর সময়- ভেবেছিলাম ফুল,
তোমায় ) ভেবেছিলাম ফুল,
এখন দেখি কাঁটা তুমি, ভাবনা ছিলো ভুল,
আমার) ভাবনা ছিলো ভুল ।।
ছলা কলা সবই ছিলো- তোমার মনের মাঝে,
কথায় কথায় সুর বদলানো, তোমারই কেবল সাজে,
তোমার কাছে ভালোবাসা- ছিলো খেলারই পুতুল ।।
তোমায় আমার মনে হতো, আমার জানের জান,
তুমি সব ভুলে গেলে, রাখৌনি ভালোবাসার মান,
বড় হবার আগেই তুমি, তুললে কচি গাছের মূল ।।
স্বার্থের লোভে যাও চলে যাও, ফিরাবোনা আমি,
তোমায় কতো বাসতাম ভালো, জানে অন্তর্যামী,
তবু সুখে থাকো তুমি, আমি না হয় হারালাম কূল ।।
( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )