বৃষ্টি আমায় করেছে একলা ঘরে বন্দী,
এসো, মনের সাথে মনের করি সন্ধি ।
বৃষ্টির ছন্দে হোক একটু প্রেমের গান,
হিমেল হাওয়ায় মাতুক দুষ্ট দুটি প্রাণ ।
এসো, তবে দুজনে মিলে-
হোক প্রেমের সেই সন্ধি।।


বাদল দিনে তোমায় বিনে, সময়- দু:সময়,
তোমার ছোঁয়ায় ফিরবে কেবল আমার সুসময় ।
সন্ধিটি তবে হয়েই যাক আজ দুজনে,
মেঘের বাজনা, বৃষ্টির গান, ময়ুরী নাঁচের ক্ষণে ।
এসো, তবে মন বদলে-
হোক বিরহমুক্ত সেই সন্ধি।।


সন্ধির ধারায় পাতায় পাতায় থাকবে শুধু লেখা,
ভালোবাসি তোমায় আমি শর্তহীন এই কথা ।
আজীবনের জন্য তোমার মনের দ্বার দাও খুলে,
একলা মনের মুক্তি হোক- আজ বন্দী দশা ভুলে ।
এসো, তবে ভালোবেসে-
হোক দ্বিধাহীন সেই সন্ধি ।।