নীল আকাশে ঈদের চাঁদ উঠেছে,
সুখের জোয়ারে সবার মন ভেসেছে,
আনন্দ কলরবে হলো সবাই সবাক-
ঈদ মোবারাক, ও ভাই ঈদ মোবারাক ।।


হৃদয়ে সবার আজ ভালোবাসার জয়গান,
কারো সাথে নাই কারো বুঝি আর ব্যবধান,
দু:খ বিষাদ সব আজ মুছে যাক,
মোবারাক, ও ভাই ঈদ মোবারাক ।।


কারো মনে নাই আজ একটুখানি কালো,
মিলেমিশে সবাই ছড়ায় ধরার বুকে আলো,
আজকের ভালোবাসা বছর জুড়ে থাক,
মোবারাক, ও ভাই ঈদ মোবারাক ।।