শোকের মাসে বাঙালীর বুকে
সদা দুঃখের নদী বয়,
বঙ্গবন্ধুর রক্ত ভেজা বাংলায়
আগস্ট বিষাদময় ।।


উন্মাদ খুনিরা ঐ পচাত্তরে
জাতিকে করে কলঙ্কময়,
খুনের নেশায় মাতে হায়েনারা
কাঁদায় কোটি হৃদয় ।।


থাকতো যদি বঙ্গবন্ধু বেঁচে
আমাদেরই হতো জয়,
সোনার বাংলায় অনেক আগে
আসতো সুখের সুসময় ।।


অবশেষে খুনিদের ফাঁসি দিয়ে
জাতি কলঙ্কমুক্ত হয়,
তবু, কাঁদো বাঙালী কাঁদো
এই শোক ফুরাবার নয়।।