সেদিন কদমফুলের লাজ ভেঙে ছিলো,
সবুজ পাতার বুকে তারে সঁপেছিলো,
ভালোবেসে- গত বরষায় ।
আজ আবার তোমায়- মনে পড়ে যায়!
একাকি জীবনে তুমিহীনা-
এই বরষায় ।।
সে সারা রাত ভিজে ছিলো,
সৌরভ সুধা ছড়িয়ে ছিলো,
কাছে এসে- গত বরষায় ।
আজ আবার তোমায়- মনে পড়ে যায়!
একাকি জীবনে তুমিহীনা-
এই বরষায় ।।
সে মুচকি মুচকি হেসে ছিলো,
পশে থাকার কথা দিয়ে ছিলো,
শপথ করে- গত বরষায় ।
আজ আবার তোমায়- মনে পড়ে যায়!
একাকি জীবনে তুমিহীনা-
এই বরষায় ।।