ভাঙ্গা গড়ার পদ্মার বুকেও- জাগলো সবুজ চর ।
তবু, তোর মনে জায়গা হয়না, হয়না আমার ঘর ।।


নাও ছেড়ে তাকাই দেখি- নিথুয়া জলের রাশি,
আমার চোখে জল আসে, উড়ে যায় মুখের হাসি,
মাঝে মাঝে দেখে চর, আশায় রইলাম জীবনভর-
তবু, তোর একটু দয়া হয়না- ভাবো আমায় পর ।।


উথাল পাথাল ঢেউ এসে- মনের কোনা ভাঙ্গে,
প্রেমের ডাঙ্গা বিরহে ভেসে- ডুবে যায় গাঙ্গে,
ডুবো চর আবার জাগে- দেখে স্বপ্নে হই বিভোর,
তবু, তোর প্রেমের দেখা পাইনা, স্বপ্ন হয় ধুসর ।।