চরনে নুপুর বাজে কার-
কোন সে মৃগ নয়নার
ভেঙে চুড়ে হৃদয় তোলপাড়
শিহরণ পগল মন বারবার ।।
সুরে প্রেমে মাতোয়ারা ক্ষণ
খোজে নৃত্যতালে নিত্য আপনজন
দুরে দুরে থেকে থেকে কে-
জ্বালায় আগুণ হৃদয় ছারখার ।।
কাছে আসো তুমি ভালোবাসো,
নয়নে নয়ন রাখো আমার,
সুর ছন্দে মাতি নৃত্য ঢঙ্গে-
এ যে দুজনে দুজনার উপহার।।