এসো বর্ষা... বাংলার বুকে নেমে,
সবুজ, শ্যামল, সৃষ্টি সুখের প্রেমে,
তোমার অপেক্ষায়,
সময় বয়ে যায়,
ভালোবাসায় এসেছে-
বিরহ এখন,
তোমার জন্য করেছি তাই-
বর্ষাবরণ আয়োজন।।
তোমার ছোঁয়ায় জাগবে প্রাণ-
শুকনো মাটির বুকে,
নতুন সৃষ্টির সূচনা গান-
বাজবে মনে সুখে।
তুমি ছাড়া স্বদেশ আমার-
খাঁ খাঁ রোদে ক্লান্ত,
তোমার অপেক্ষায় সকল প্রাণ-
ভীষণ পরিশ্রান্ত।
তুমি এলেই ফিরবে সব-
স্বরূপ ছিলো যেমন।
তোমার জন্য করেছি তাই-
বর্ষাবরণ আয়োজন।।
থৈ থৈ জলে সাজবে নদী,
সাজবে প্রকৃতি ফের,
অপরূপ বাংলায় রূপমা জোয়ার-
আসবে ফিরে ঢের,
ফুটবে ফুল ভালোবেসে-
সবুজের হবে উন্মোচন,
ঝিরঝির সুরের শীতলতায়-
শান্ত হবে সব মন।
তোমার জন্য করেছি তাই-
বর্ষাবরণ আয়োজন।।