বনের পাখির মায়া বনে.
রয়না সে ঘরের কোণে,
যতই সাজাও প্রেমের খাঁচা-
মণি, মুক্তা, হীরার সনে ।।


বনের পাখির ভালোবাসা-
মিছে স্বপন, মিছে আশা,
প্রেম আকুতি বোঝেনা সে,
উড়ে যাওয়ার সময় গোনে ।।


বনের পাখি পোষ মানেনা,
জেনেও তা- মন বোঝেনা,
তবু প্রেম হৃদয় জুড়ে-
পাখির তরে সকল ক্ষণে ।।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )