বিরহের জলে ভেজা দুই নয়ন,
দিবা নিশি তোমায় খোজে সারাক্ষন ।।
মন ভাঙ্গাই মসজিদ ভাঙ্গা
জানো না কি তুমি ?
তবে কেন ভেঙ্গে দিলে
আমার হৃদয় ভুমি ?
খুজে পেয়ে কিবা কারণ
মূখ ফিরিয়ে নিলে স্বজন ।।
আমার দুঃখ কেউ বুঝলা না
এই জগতের মাঝে,
অথৈ সাগরে ডুবে মরি
সকাল কিবা সাঁঝে !
কখনো কি আসবেনা আর
প্রেমের মিলন ক্ষন ।।
( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )