বহুদিন ধরে আমি করছি সন্ধান
'অন্তরপুর' নামে আছে এক উদ্যান!
শুনেছি, সেখানে আছে একটি বাঘ,
ব্যাপক রাক্ষুসে, অস্থির হাঁক ডাক!
থাকে সেখানে আরো একটি হরিণ
অদ্ভুত সুন্দর, আর শান্ত রাতদিন!
ওরে ধরা, মারা, বাঁচার খেলা-
সারাজীবন বহমান!
অন্তরপুর নামে আছে এক উদ্যান!
গুরু বলে, শোন, বাঘের স্বরূপ ভয়,
অন্তর মরে কেবল দেহ পরে রয়!
হরিণে- প্রেম বেশ, চঞ্চলা ভাব,
দেহ-মনে সদা সুখেরই ছাপ!
ওরে বাঘ তাড়িয়ে, হরিণ বাঁচিয়ে-
ধর জীবনের গান!
অন্তরপুর নামে আছে এক উদ্যান!