যতন করে রাখবো সখী
হৃদয়ের এই মাঝারে
আমায় একটু সওদা দাওগো
তোমার প্রেমের বাজারে!
মনের দামে চাই সাওদা
বাকি সবই তুচ্ছরে
প্রেম বাজারে প্রেম ছাড়া
অন্য কিছু নাইরে!
যতন করে রাখবো সখী
হৃদয়ের এই মাঝারে
আমায় একটু সওদা দাওগো
তোমার প্রেমের বাজারে!
সখী, তুমি ভালো মেয়ে
লক্ষ গোলাপ তোমারে
না পাইলে তোমায় আমি
ডুব দেবো চিরতরে!
যতন করে রাখবো সখী
হৃদয়ের এই মাঝারে
আমায় একটু সওদা দাওগো
তোমার প্রেমের বাজারে!
ফাগুনের এই রঙিন দিনে
তোমার প্রেম চাইরে
দয়া করে দাওগো সখী
একটু ঠাই আমারে!
যতন করে রাখবো সখী
হৃদয়ের এই মাঝারে
আমায় একটু সওদা দাওগো
তোমার প্রেমের বাজারে!