আমার ঘুমের মাঝে, দেবীর সাজে,
কে এসে, ডাকলো আমায়,
ফুলের মালা নাইগো হাতে
কি দিয়ে বরন করবো তোমায় ।।


মনকে বলি তাই ঘুমিয়ে থাকো,
চলে যেতে তুমি তাকে দিও নাকো,
ভেঙ্গে গেলে এই মধুর স্বপন,
দেবী লুকাবে যেয়ে দুর ভুবন ।
খুজে আমি পাবো নাকো-
ফের শত সাধনায় ।।


স্বপ্নের মাঝে মনের সাথে,
আজ মনেরই হোক মিতালী,
দেবীর সুরে সুর মিলিয়ে
হোক মিলনের গীতালী ।
কাটুক সময় স্বপ্ন সুখে-
দুজনেরই ভালোবাসায় ।।