আমার বিবেক হারিয়ে গেছে-
কি অবস্থা তোর ?
বন্ধু, কি অবস্থা তোর ?
আমার মনে আঁধার ভীষণ-
তোর আছে কি ভোর ?
বন্ধু, কি অবস্থা তোর ?
বন্ধু বলে, আরে না, না, না,
তোর মনে যে অবস্থা-
আমার মনেও তা!
মানুষের অধিকার মানুষ কেড়ে খায়-
সর্বত্র শোষক চোর !
ঠিক । টিকটিক সময় বয়ে যায়,
অধিকারহীনের বিশ্ব তবু-
একই রয়ে যায় !
আয় বন্ধু আয় মানবিক চিকিৎসায়-
খুলি বিবেকের দ্বোর ।
আমার বিবেক হারিয়ে গেছে-
কি অবস্থা তোর ?
বন্ধু কি অবস্থা তোর ?