কন্যা খোঁপায় ফুল দেছে লো,
কন্যা কানে দুল দেছে লো,
কন্যা পায়ে নুপুর পড়ছে লো,
আহা.... দেখে ভারি সুন্দর লাগছে লো-
আইজ কন্যা পাগল করছে লো ।।


কন্যার চোখে লাজ ভরা গো-
ক্যামন ক্যামন কইরা চায়,
গালে টোলের ভাজ পড়া গো-
মনে বড় দাগ কাইটা যায় ।
ঠোটে বুঝি তার গোলাপ ফুটছে লো ।।
আহা....দেখে ভারি সুন্দর লাগছে লো-
আইজ কন্যা পাগল করছে লো ।।


হলদে রাংঙা কোমল দেহ গো-
লাল শাড়ি দেছে তাহার গায়,
তার রূপে জ্বলা আগুন দেইখা গো-
আইজ এই পরান পুইড়া যায় ।।
মন কয় ওরে লইয়া ঘর কইরবো লো-
আহা....দেখে ভারি সুন্দর লাগছে লো-
আইজ কন্যা পাগল করছে লো ।।