আঁচলে বেধে রাখো সই
আমায়) আঁচলে বেধে রাখো সই ।।
বসন্ত গানে,
ভালোবাসা প্রাণে
এসো দুজনে ডুবে রই ।।
আঁচলে বেধে রাখো সই
আমায়) আঁচলে বেধে রাখো সই ।।
এলোমেলো পবনে,
রঙিলা মনে,
প্রেম বনে রুকায়ে রই ।।
আঁচলে বেধে রাখো সই
আমায়) আঁচলে বেধে রাখো সই ।।
দিবা কি নিশিতে,
এ মন সঁপিতে,
সুখে-দুখে সাথী হই ।।
আঁচলে বেধে রাখো সই
আমায়) আঁচলে বেধে রাখো সই ।।