তুমি আল্লাহ্ অসীম দয়ালু
তুমি রহিম রাহমান
মানবেরে পথ দেখাতে
ধরায় পাঠালে কোরান ।।
যুগে যুগে পাঠালে নবী
ফুল ফলে সাজালে পৃথিবী ।
কি অপরূপ তার-ই ছবি
দেখলে জুড়ায় মনপ্রাণ ।।
ক্ষুধা মিঠাই তোমারই ফলে
তৃষ্ণা মিঠাই তোমারই জলে ।
তুমি শস্য ফলাও পথের ধূলে
পাখির কন্ঠে দিলে গান ।।
তোমার তুলনা দিব কিসে
তুমি ছাড়া সকলি মিছে।
আমার কি আর সাধ্য আছে
গাইতে তোমার গুনগান ।।