তোর আইন কেমন রে যবন
এ কেমন তোদের শিষ্টাচার
খুনের রায় প্রাণ দণ্ড দিয়ে
সমাজে বলিস ন্যায়বিচার ।
খুনের রায় প্রাণ দণ্ড হলে
প্রতিশোধ তাহারে বলে ।
হয় যদি তা দৈবাকলে
এ কেমন তোদের দৈবাচার ।।
সমাজের অনিয়মের দায়
অপরাধের হার বৃদ্ধি পায় ।
দোষীর দণ্ড হয় যদি গাঁয়
কিবা দণ্ড সমাজ প্রথার ।।
পাপ থাকে পাপের কুটিরে
পাপী তোর আসে নজিরে ।
সাজু কয় ধরলে পাপীরে
কমে কি তাতে পাপাচার ।।