আমি এই মিনতি করি মৈষাল
এই মিনোত হামারি
এবার মল্লে পুরুষ হইম্ মুই
তোমাক্ বানাইম্ নারী ।।
মহিষ চড়ান মাঠে মৈষাল
বুঝেন মইষের ভাষা
মুই অবলা আর কতকাল
বাঁধিম্ ভাঙা বাসা ।
ওরে, নারী জানে নারীর মনে
কি যে আহাজারি ।।
পুরুষ মানষি ভ্রমরের জাত
না থাকে এক গাছে
উড়ি বেড়ায় ফুলে ফলে
মধু খাইবার আশে ।
তারা, বনে গেলে বন মানুষ হয়
না ফিরি আর বাড়ি ।।
পুরুষ মানষি নিদয় মৈষাল
পাষাণ তামার হিয়া
দূরে থাকি অবলারে
মারে ফাঁদ পাতিয়া ।
ওরে, পুরুষ হইয়া বুঝাইম্ তোমাক্
বিচ্ছেদ কত ভারি ।।
মাঠে ঘাটে বাজান বাঁশি
মোন করেন উতালা
মুই নারী ক্যামনে নিভাঁও
প্রেমের মরম জ্বালা ।
ওরে, মনের জ্বালা মনোত পুষি
কইতে নাহি পারি ।।