ওরে- দেশো বাসীর কাছে এইবার
মিনতি হামার,
বছর বছর বান ভাসিয়া
জীবন হইল সার,
ওরে- এত দুঃখ কষ্ট বাহে
সয়না প্রাণে আর
হামাক তোমরা বান্ধিয়া দ্যান
তিস্তা নদীর পাড়।।


ওরে- গেল বানে ফসল খেলো
ভাঙল সুখের ঘর
সোনা ভূই মোর হইছে এ্যলা
শুকনা বালুর চর ।
ওরে- ট্যাকা পইসা চাইন্যা বাহে
চাইন্যা রিলিপ আর।।


ওরে- নদী ভাঙা মাইনষি আজি
ঘর তুলে ভাই ঘাটায়
কেউবা ঢাকা গার্মেস খাটে
কেইবা  ইটের ভাটায় ।
ওরে- কেউবা কুলি দিন মজুরে
করছে হাহাকার।।


ওরে- পেটের দায়ে কত লোকে
দিছে বৈদ্যাশ পাড়ি
কেউবা মইলো শহরেতে
নিজের গেরাম ছাড়ি ।
ওরে- কাছের মানুষ কেবা কোথায়
নাইরে খবর তার।।