হামরা তোর  না চাই দালান-কোঠা
ওরে না চাই রঙমহল
ফিরাইয়া দ্যান হামাক্ তোমরা
তিস্তা নদীর জল...।।


গজলডোবায় বাধিয়া বাঁধ
তিস্তা নদীর বাঁকে
ভারতীরা নেয় রে পানি
না দেয় আজ হামাকে ।
আষাঢ় শাওন ভাঙ্গে রে পাড়-
চৈত্রে শুকায় তল...।।


তিস্তা নদীর বুকত বাহে
নাইরে আজি পানি
পানির বাদে হোইল্ মরু মোর
সোনারও ভুঁই খানি ।
বিল বাওর সব গ্যাইল শুকায়ে-
পানি নাই টিউবল...।।


রংপুরের-ই মানষি হামরা
সগায় হাইলা চাষি
চৈত্র-বৈশাখ পোহাই খরা
আষাঢ়ে বান ভাসি ।
বুনিলে বীজ জমিত বাহে-
না ফলে ফসল...।।