তিস্তা বাঁচান ধরলা বাঁচান রে--
আরে ও বাহে---
বাঁচান রংপুর বাসি
তিস্তা মইলে কোনঠে বা যাইম্
হামরা জাইলা চাষি
হাইরে----
ধরলা মইলে কোনঠে বা যাইম্
হামরা জাইলা চাষি -।।


জালুয়ার জাল খাইল ইদুরে রে--
আরে ও বাহে---
মাঝির নাও খাইল ঘুনে
কৃষাণেরা না পায় ফসল
জমিতে বীজ বুনে রে -।।


সোনা ভূই মোর ধূধূ করে রে ---
আরে ও বাহে---
ধূধূ বুকের জমি
দিনে দিনে রংপুর হামার-
হোইল্ যে মরুভূমি রে -  ।।


তোমরা করেন ঢাকায় চাকরি রে--
আরে ও বাহে---
থাকেন দালান কোঠা
বছর বছর ভাঙে রে পাড়-
ভাঙে হামার ভিটা রে  -।।