সুদ খেলে হয়না হারাম
হারাম হয় না ঘুষ খেলে !
শুধু হারাম হয় গো কাছিম
শূয়োর ব্যাঙ খেলে...!!


চুরি করলে হয়না রে পাপ
খিয়ানতে নাই অপরাধ !
মিছে বলা নেশা করা
হারাম কেউ না বলে-
শুধু হারাম হয় গো নারী
পর্দা না দিলে--!!


ওজনে কম  হয়না গোনা
পাপ হয়না ব্যভিচার যেনা !
যৌতুক জুয়া চাঁদাবাজি
হারাম কেউ না বলে-
শুধু হারাম হয় গো গান আর
বাজনা বাজালে --!!


গীবত আর ফিতনা ফেসাদ
এসবে নাই রে বেদাত  !
কাঙালের ধন লুটিলে
হারাম কেউ না বলে-
শুধু হারাম হয় গো মাটির
মূর্তি বানালে ---!!


অন্যায় ধর্ষণ অবিচার
এসবে নাই পাপাচার !
শিশু বলাৎকার হলে
হারাম কেউ না বলে-
শুধু হারাম হয় গো মুখের
দাড়ি কামালে  -----!!


দুর্নীতি খাদ্যে ভেজাল
এসব সমাজে হালাল!
অর্থ পাচার করিলে
হারাম কেউ না বলে-
শুধু হারাম হয় গো প্রাণীর
ছবি আঁকিলে ---!!


সাজু বলে ঘোর কলিকাল
হারাম রে করেছে হালাল !
টাকায় যারা ধর্ম বেচে  
তারাই শরার দলে-
শুধু হারাম হয় গো বাড়ি
কুকুর পুষিলে ---!!