জানতাম কি আর আগে আমি
সত্য কথা এতো তিতে
জানলে কি যেতাম কখনও
সত্য বাবুর ঘাট মাড়াতে ।।
দু-কান ধরে বল্ রসনা
সত্য কথা আর বলবোনা ।
করো এবার শেষ মার্জনা
ভুল হবে না ভবিষ্যতে... ।।
মিথ্যায় যারা সাধে পূজা
তারাই আজ সমাজে রাজা ।
এতোদিনে হলো বুঝা
জগত চলে কোন ধারাতে...।।
কি ভেবে আজাজিল সেদিন
ধরেছিল বিষাক্ত বীণ ।
না বোঝে সাজু হলো লীন
তাইতো এই দুর্ভোগ ললাটে... ।।