সোনার বাংলা গড়তে হলে
হও রে সুনাগরিক
সত্য-শান্তির পথ ভুলে মন
আর কত চলবি বেঠিক ।।


জাতি-বিদ্বেষ-হিংসা ভুলে
হাত মিলাও সব একহাতে
আমি আমি বলছো যারে
রাখো তারে তফাতে ।
জাগতিক রে তুচ্ছ করে
হও রে মন মানবিক ।।


নারীরে ফেলো না পিছে
করো নাকো অপমান
পুরুষের সমান সমানে
আছে তারও অবদান ।
বিবেক কে জাগ্রত করে
হও রে সত্যের পথিক ।।


জোয়ার গাঙ্গে বইছে পুবাল
ছেড়ে দে রক্তের হোলি
আপন হাতে আর কতকাল
দিবি রে তুই ভাই বলি ।
এই) সম্প্রীতি ভিত নষ্ট হলে
হারাবি দিগ্-বিদিক...।।