সিজদা আমি দিব দয়াল
কার বা পায়ে
তোমার  সম্মুখে হলো ধর্ষিত
মুচি রামের বোবা মেয়ে...।।


রহিম ছিল ভূ-হীন প্রজা
বিনা দোষে পেলো সাজা ।
কালু ডাকাত এখন রাজা
রামরাজত্ব করে গাঁয়ে...।।


সরলা যৌতুকের ফাঁদে
ম'লো শেষে স্বামীর হাতে ।
সুজাতা এখন পতিতে
কুলনাশা ওই পেটের দায়ে...।।


আশালতার ছেলে নন্দ
জন্ম থেকে সেতো অন্ধ ।
কোন পাপে তার এমন দণ্ড
সাজু রে আজ যাও বাতায়ে...।।