হায়াত মউতের রোজনামচা
থাকে যদি পূর্বেতে হায়
তবে কেন খুনের দায়ে
মানুষ সাজা পায় দুনিয়ায় ।।
কিডনি বিকল হলে পরে
বাঁচে কেহ টাকার জোরে ।
ডাক্তার নয়া কিডনি ভরে
মানুষ রে কেমনে বাঁচায় ।।
কত মা পুষ্টির অভাবে
মারা যায় সন্তান প্রসবে ।
শিশু যদি মরে গর্ভে
দুর্নাম কেন বল্ রাষ্ট্র পায় ।।
দেহের আঁটন দুর্বল হলে
মানুষ মারা যায় অকালে ।
এসব আজ বোঝে সকলে
দৈব আইন বলনা কোথায়।।
কত, শক্ত সাবুদ পোক্ত উকিল
করে ফাঁসির দন্ড বাতিল ।
রায় যদি হয় পূর্বে দাখিল
সাজু বলে কেবা হটায় ।।