রাষ্ট্র ধর্মের দাবি লয়ে
তুলছে মানুষ মুখে ফেনা
রাষ্ট্র মানুষ না দেবতা
সেই কথাটি কেউ ভাবেনা ।।
রাষ্ট্র কভু নয় মুসলমান
নয়কো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ।
তবে কেন ধর্মের বিধান
রাষ্ট্রের মূলে হয় রচনা ।।
রাষ্ট্র তো পড়ে না সালাত
পড়ে না কোরানের আয়াত ।
যায় না হজে দেয় না যাকাত
করে না পূজা অর্চনা ।।
সব ধর্মের করিতে সম্মান
কোরানেতে আছে ফরমান ।
অন্যরে করলে অবসান
নিজ ধর্মের অবমাননা ।।
রাষ্ট্র ধর্ম কায়েম হলে
ধর্মের মন্ত্র যায় বিফলে ।
সাজু বসে কয় নিরলে
করে দেখ্ মন বিবেচনা।।