পড়ো নামায পড়ো কোরান
ধরো নবীজির বাইয়্যাত
নবী বিনে কে করবে তোর
রোজ হাশরে সাফা'আত ।।
ফরজে পাবি খোদার দিদার
সুন্নতে স্বয়ং নবি আমার ।
নফল কর্ম হয় আপনার ।
ত্বরাইতে তোরে জান্নাত ।।
হজ করো মন দেল কাবাতে
আপনারে বিলাও যাকাতে।
কোরবানি দাও আপন হৃদে
যেতে চাইলে ফুলসিরাত ।।
নবীর দরুদ জপো মুখে
খোদারি ধ্যান বাঁধো বুকে।
এপার ওপার থাকবি সুখে
মুক্তি পাবি আখেরাত ।।