নদী শুকাইলো বিল শুকাইলো
ফুরাইলো রে বিলের মাছ
মাছে-ভাতে আর নাই বাঙ্গালী
এখন সবি ইতিহাস...।।


আষাঢ় এলে নয়া জলে
ভরে যেত মাগুর শোলে।
মলা ঢেলা টেংরা পুঁটি
পাওয়া যেত বারোমাস...।।


আশ্বিন এলে নদী খালে
ডিম দিত গজার বোয়ালে ।
চিতল মৃগেল রুই কাতেলা
হতো বিলে মিশ্র চাষ... ।।


আশ্বিনে আজ মরুর দায়ে
নদী নালা যায় শুকায়ে ।
পুকুর ডোবা খালে বিলে
গজায় এখন দূর্বাঘাস...।।