নদী রে--- নিদয়া নদী
তোর কি দয়া নাই
ভাংলু রে মোর বসত ভিটা
মাথা গোঁজার ঠাঁই ।।


জমি-জমা হালের গোরু
সউগে নিলু বানে
মাথা গোঁজার রাখলু না ঠাঁই
যাইম্ এ্যালা কোনখানে ।
দ্যাশ বৈদ্যাশে ঘুরি ঘুরি
কামলা ব্যাচে খাই ।।


গেলো আষাঢ় ভাংলু জমি
ভাংলু বসতখানি
নষ্ট কল্লু হেঁউতের গোঁছা
চালত তুললু পানি ।
বাপ দাদার কবরখান এ্যালা
জলেতে অথাই ।। 


কইসনা রে নিদয়া নদী
তোর মনোত কি আশা
আর কত কাঁন্দাইলে রে মোক
মিটবে তোর পিপাসা ।
পোড়ারে তুই আর কতবার
পুড়ি করবু ছাই ।।